শিরোনাম

কুয়াকাটায় বরিশাল সমিতির সৈকত সভা অনুষ্ঠিত

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী খুলনার বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি একটি ঐতিহাসিক সৈকত সভা শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ : ৩০ মিনিটে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন হেটেল সাগর নীড় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির আজীবন সদস্য মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনীয়ার রুহুল আমিন হাওলাদার।

সমিতির নেতা অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর সঞ্চালনায় সৈকত সভায় বিষয় ভিত্তিক আলোচনা করেন ডোনার মেম্বর হুমায়ুন কবির বালি, আলহাজ্ব রোটাঃ মোঃ মাহবুব আলম, মোঃ মজিবুর রহমান, জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, নাজমা আমিন বুলু, সরোয়ার হোসেন, হালিমা কবির, মনির হোসেন, ডাঃ সামসুল হক, মোঃ গোলাম মোস্তফা, এইচ এম মুনতাকিম সেজান, মাহমুূদ হাসান আবির প্রমুখ।

সভায় বক্তারা এদেশের সামর্থবান মানুষকে বিদেশে আনন্দ ভ্রমন করতে যাওয়ার আগে আমাদের দেশের ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা সমূহ পরিদর্শন করার আহবান জানান। নিজের দেশকে আমরা যত জানতে পারবো এ দেশের প্রতি, এ দেশের মাটি ও মানুষের প্রতি আমাদের মমত্ববোধ ততো বৃদ্ধি পাবে।

উল্লেখ্য উপরোক্ত দর্শনের ভিত্তিতে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার উদ্যোগে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে পারিবারিক শিক্ষা সফর করার কর্মসূচি গ্রহণ করা হয়। তিন দিন ( ১৬ থেকে ১৮ ডিসেম্বর ২০২০) ব্যাপী এই শিক্ষা সফর হযরত খান জাহান আলি (রহঃ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করে ঐতিহাসিক ষাট গুম্বুজ মসজিদ, বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক যাদুঘর, খুলনা অঞ্চলের সাথে বরিশালের যোগাযোগের সহজ মাধ্যম পিরোজপুরের নির্মাণাধীন বেকুটিয়া ব্রীজ, মহান নেতা শের এ বাংলার জন্মস্থান রাজাপুরের সাতুরিয়া মাতুলালয়, অতি উচ্চ প্রযুক্তিতে নির্মিত গাবখান ব্রীজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, নব প্রতিষ্ঠিত লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস চত্ত্বর পরিদর্শন, নির্মাণাধীন গুরুত্বপূর্ণ লেবুখালী ব্রীজ, কুয়াকাটা সমুদ্র সৈকত, কুয়াকাটা প্রেসক্লাব, সম্ভাবনার নতুন দিগন্ত পায়রা বন্দর, মদিনা মেরিটাইমস লিমিটেডের বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং মির্জাগঞ্জের আধ্যাত্মিক সাধক মরহুম ইয়ার উদ্দিন খলিফা (রহঃ) মাজার জিয়ারতের মাধ্যমে শেষ হয়।
একই সাথে পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানের ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাসমূুহ পর্যায়ক্রমে পরিদর্শন – পর্যবেক্ষণ করার কর্মসূচি গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন :