শিরোনাম

কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতা মর্তুজা খাঁন

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: সর্বনাশা নভেল করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে কৃষি শ্রমিকেরা কর্মহীন হয়ে নিজ নিজ গ্রামে অবস্থান করায় বিপাকে পড়েছে গোটা বাংলাদেশের কৃষককূল। মুন্সীগঞ্জের লৌহজংয়েও একই অবস্থা বিরাজ করায় কৃষি শ্রমিক সংকটে পড়েছে লৌহজংয়ের কৃষকগণ।

শ্রমিক সংকটের কথা ভেবে টানা দুইদিন রোজা রেখে পানিতে ভিজে অসহায় কৃষকের ২৭০ শতাংশ জমির ধান কেঁটে দিয়েছেন লৌহজং উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মর্তুজা খাঁন। তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে সম্প্রতি সকাল থেকে দুপুর পর্যন্ত মৌছামান্দ্রার চকে ৫০ শতাংশ ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব শিমুলিয়ার চকে ২’ শত ২০ শতাংশ জমির পাকা ধান কেটে তুলে দেন এ তেজস্বী নেতা।

উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মর্তুজা খান জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাবে শ্রমিক সংকটে পড়ে লৌহজংয়ের অসহায় কৃষকেরা। ফলে তারা ধান কাঁটতে পারছিলো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদারের দিক নির্দেশনায় টানা দুদিন যাবৎ অসহায় কৃষকের ২৭০ শতাংশ জমির ধান কেটে তুলে দিয়ে আসছি।

আমরা রাজনীতি করি দেশের মানুষের সেবা করার জন্য। আজ অসহায় কৃষকের পাশে থাকতে পেরে অনেক আনন্দিত। রোজা রেখে এক কমড় পানিতে ভিজে প্রচণ্ড রোদে ধান কেঁটেছি এতে কষ্ট হলেও কৃষকের মুখে হাসি তো ফিরিয়ে দিতে পেরেছি। এতেই আমরা খুশি।

তিনি আরও বলেন, লৌহজংয়ের যে কোন কৃষক ধান কাঁটতে না পারলে আমাদের জানালেই হবে। আমি আমার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে ধান কেঁটে দিয়ে আসবো। যাতে কোন অসহায় কৃষকের পাকা ধান ক্ষেতে না পড়ে থাকে। কেননা কৃষক বাঁচলে, বাঁচবে আমার দেশ।

মর্তুজা খানের সাথে ধান কাটায় অংশগ্রহণ করেন লৌহজং উপজেলা যুবলীগ নেতা রঞ্জু সহ উপজেলার যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন :