শিরোনাম

কেন্দ্রীয় যুব নেতা নেছার উদ্দিন চরমোনাই সফরে

আনোয়ার হো. টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধি:

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিন সাংগাঠনিক কাজে চরমোনাইতে সফরে করেন।

তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুর-বানারীপারা আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তাঁর নিজ এলাকা উজিরপুরে।

তিনি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সুবিশাল প্রতিষ্ঠান ‘মারকাজুল কারীম’র তিন সদস্য বিশিষ্ট জিম্মাদার কমিটির অন্যতম সদস্য।

তিনি আজ মারকাজুল কারীমের একটি উচ্চপর্যায়ের মিটিংয়ে যোগ দেন। অদ্য অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন আমীরুল মুজাহিদিন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

আরো উপস্থিত ছিলেন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মাদ নূরুল কারীম, মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, সচিব মাওলানা এম শামসুদদোহা তালুকদার, শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুস সাত্তার হামীদি, সহকারী শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী, চরমোনাই জামেয়ার শিক্ষক মাওলানা মাসুদ হাসান ফিরোজ প্রমুখ।

সভা শেষে তিনি মারকাজুল কারীম-এর নির্মাণ কাজ তদারকি করার উদ্দেশ্যে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড হেড অফিসে বসে প্রয়োজনীয় হোমওয়ার্ক করছেন।

আগামীকাল শুক্রবার তিনি ঢাকায় ফিরে যাবেন।

নিউজটি শেয়ার করুন :