শিরোনাম

কেয়া স্টুডেন্ট ফোরামবাংলাদেশ’র নির্বাচন শেষ, সভাপতি: লালচাঁদ সম্পাদক: সাব্বির হুসাইন

 

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রতিনিধি:
কেয়া স্টুডেন্ট ফোরামবাংলাদেশ’র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা কমিটির জন্য ৫ টি পদে ভোট সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি: মোঃ লালচাঁদ, সাধারণ সম্পাদক: মোঃ সাব্বির হুসাইন, সাংগঠনিক সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক: তৌফিক হাসান, কোষাধ্যক্ষ: মোঃ মাহফুজুর রহমান দ্বয়েকে মনোনীত হয়েছে।

বাকী ১০ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। কেয়া কসমেটিকস লিঃ এর “Keya Students Forum Bangladesh” বাংলাদেশের ছাত্র/ছাত্রীদের জন্য এক বিশেষ প্ল্যাটফর্ম। সকল স্কুল/কলেজ/ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রর্মকে সুগম করার পাশাপাশি পারস্পরিক সু-সম্পর্ক গঠনে একটি কমিউনিটি গড়ে তোলা এই ফোরামের মূল উদ্দেশ্য।

এই ফোরামের কার্যক্রমগুলোঃ
১.শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” সরাসরি দেখার সুযোগ।

২. শিক্ষার্থীদের জন্য ছোট গল্প/কবিতা/রম্য ছড়া প্রতিযোগীতা আয়োজন ও নির্বাচিত গল্প/কবিতা/রম্য নিয়ে সাহিত্য ম্যাগাজিন প্রকাশ।

৩. এলাকা ভিত্তিতে শিক্ষার্থীদের গেট টুগেদার আয়োজন।

৪. প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান নির্মান ও তাদের মেধা বিকাশে প্ল্যাটফর্ম গড়ে দেওয়া।

৫. শিক্ষার্থীদের নিয়ে কুইজ/বিতর্ক/গেম/ফান-শো, ফটো কন্টেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

৬. শিক্ষা সহায়ক অডিও/ভিডিও/টেক্সট শেয়ার।

৭. অসহায় মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার সহায়তা প্রদান।

৮. যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের চাকুরির সহায়তা করা।

৯. মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তি ও বিশেষ পুরস্কার প্রদান এবং আরো অন্যান্য প্রনোদনামূলক কার্যক্রম আয়োজন।

১০. শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার, কর্মশালা,ট্রেনিংপ্রভৃত্তি।

নিউজটি শেয়ার করুন :