আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ শ্রতিনিধি ঃ ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে” মতিহার” নামে একটা সিনেমা হল ছিলো। একসময় কেরানীগঞ্জের অধিকাংশ মানুষই এখানে জড়ো হতো সিনেমার ছবি দেখার জন্য।
কালের বিবর্তনে এখন আর সিনেমা হলের অস্তিত্ব নেই। দেশের রাজনীতিতে বিপুল সম্ভাবনাময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানা শাখার প্রধান অফিস এখন এই বিল্ডিংয়ের ২য় তলায়। সেই সুবাধে প্রায় নিয়মিত অনুষ্ঠিত নামাজের জামাত।
উলঙ্গপনা, বেহায়াপনার আর নোংরামির ধংশস্তুপের উপর আল্লাহর প্রিয় বান্দাগন তার কুদরতী চরনে সেজদা দিয়ে নিজেদেরকে করেন আত্বতৃপ্ত।
এমনিই একটি জামাআতে উপস্থিত হয়েছেন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে’র সংগ্রামী মহাসচিব “হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ সাহেব দাঃ বাঃ”, ইসলামী যুব আন্দোলনের বিপ্লবী সেক্রেটারী জেনারেল ‘আলহাজ্ব মাওলানা নেছার উদ্দীন সাহেব দাঃ বাঃ, সহ কেরানীগঞ্জ মডেল থানা দক্ষিণ থানা শাখার নেতৃবৃন্দ।