শিরোনাম

কেসিসি মেয়রের গাড়ির সাথে প্রাইভেট কারের সংঘর্ষ, মেয়র অক্ষতঃ আটক ১

শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনা সিটি কর্পোরেশের (কেসিসি) মেয়রের গাড়ী সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মেয়র কে বহনকারী গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। মেয়র তালুকদার আব্দুল খালেক অক্ষত রয়েছে। এই ঘটনায় প্রাইভেট কারসহ চালকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১১ টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কের মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

আটককৃত চালক বাবু শেখ খুলনার রূপসা উপজেলার কেসমত এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার প্রাইভেট কারের নাম্বর চট্রমেট্রো-গ- ১১-২৪৩৫। দূর্ঘটনায় প্রাইভেট কারের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করীম জানান, আড়ংঘাটা বাইপাস মোড়ে মেয়রের গাড়ীটির সাথে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। মেয়রের গাড়ীটি শাহাপুর এলাকায় ও প্রাইভেট কারটি একজন যাত্রী নিয়ে যশোর বিমান বন্দরের দিকে যাচ্ছিল। দূর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় কোন মামলা হয়নি। বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন :