এম.এস আরমান, নোয়াখালী: বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী (দক্ষিণ) জেলার উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় কোম্পানীগঞ্জ উপজেলায় আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর ৩ দিন ব্যাপি মাহফিল সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত মাহফিল সফল ও সু-শৃঙ্খল করার লক্ষে গতকাল (২৯নভেম্বর’১৯) রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আজম পাশা চৌধুরী রুমেল সরকারি মুজিব কলেজ মাঠ পরিদর্শন করেন, এসময় মাঠের পেন্ডেল, স্টেইজ এবং আগত শ্রোতাদের থাকার পরিবেশ নিয়ে বিভিন্ন পরামর্শ ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।
তিনি বলেন, আশা করছি কোম্পানীগঞ্জে ইতিপূর্বে এত মানুষের গণজমায়েত কখনো হয়নি, যারা আসবেন উনারা আমাদের মেহমান, উনাদের যথাযত মেহমানদারী করা আমাদের একান্ত কর্তব্য।
এসম আরো উপস্থিত ছিলেন মাহফিল কমিটির সিনিয়র উপদেষ্টা বসুরহাট বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হযরত মাওলানা আতাউর রহমান ফারুক, সৌদিআরব প্রভাসী মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী পুষ্প কনিকা প্রোপাইটর মুহা. রিপন সহ প্রমুখ দায়ীত্বশীলবৃন্দ।
আগামী ৭,৮ ও ৯ই ডিসেম্বর সরকারি মুজিব কলেজ মাঠের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
বিশেষ অতিথি হিসেবে উস্থিত থাকবেন নায়েবে আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত থাকবেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পীর সাহেব চরমোনাই (রহ.) এর সাহেবজাদা মুফতী সৈয়দ ইসহাক মুহা. আবুল খায়ের।
এছাড়াও আরো উপস্থিত থাকবেন পীর সাহেব চরমোনাই (রহ.) এর খলিফা অধ্যক্ষ হাফেজ মাওঃ ইউনুছ আহমদ, আলহাজ্ব মাওঃ আব্দুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশন এর ডেপুটি ডিরেক্টর শায়েখ ড. মোস্তাক আহমদ, যাত্রাবাড়ী ইসলামী একাডেমী বাংলাদেশ এর পরিচালক মাওঃ মুফতি হেদায়েত উল্যাহ আযাদী, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্রগ্রাম বিভাগিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, পীর সাহেব বরগুনা (রহ.) এর সাহেবজাদা ও খলিফা মাওঃ মাহমুদুল হোসাইন ওয়ালি উল্লাহ, চটকি বাড়ী নূরানী তালিমুল কোরআন বোর্ড এর সেক্রাটারী মাওঃ আশরাফ আলী দিদার, নোয়াখালী কালিকাপুর এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ নজির আহমদ, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওঃ মোঃ জাফর উল্যাহ, জামেয়া ওসমানিয়া চাটখিল মাদরাসার শিক্ষা সচিব মাওঃ মুফতি মুহাম্মদ আছেম সহ দেশবরেণ্য আলেমবৃন্দ।