এম.এস আরমান, নোয়াখালী: আদর্শবান যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে এই শ্লোগানটি বুকে ধারণ করে এগিয়ে চলা একঝাঁক যুব কাফেলার নাম ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একটি অঙ্গসংগঠন হিসেবে কিছুদিন যাবৎ মাঠে ময়দানে কাজ করে আলোচিত এই যুব কাফেলা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল জেলা উপজেলা সহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখায় কাজ করে যাচ্ছে ইসলামী যুব আন্দোলন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামী যুব আন্দোলন সহ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলনের সকল শাখা,
ইসলামী যুব আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সভাপতি মাওঃ ছানাউল্যাহ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহা. ওমর ফারুকের সঞ্চালনায় গতকাল শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইসলামী যুব আন্দোলনের সদস্য বা কর্মিদের মূল কাজ ও লক্ষ নিয়ে আলোচনা করেন শাখা সভাপতি মাওঃ ছানাউল্যাহ,
এছাড়াও আরো বক্তব্য রাখেন শখা সহ-সভাপতি মুহা. রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক হফেজ মাসউদুর রহমান, মুহা. আলী হোসেন মাহমুদ, মুহা. শাহ জাহান, পৌর শাখা সভাপতি মারুফ আল হাবীব, সাধারণ সম্পাদক মুহা. শরিফ।
এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন মুহা. আতা উল্যাহ,হাফেজ আব্দুল্যাহ আল মামুন,মুহা. মাহমুদ মুছাপুরী, মুহা. ইদ্রীস,
মুহা. কোরবান আলী, মুহা. মাহমুদুল হাসান রামদী,ব্যবসায়ী মুহা. শরীফুল ইসলাম সহ প্রমুখ যুবকবৃন্দ।