শিরোনাম

কোম্পানীগঞ্জে উই ফর ইউ’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

এম.এস আরমান,নোয়াখালীঃ করিলে রক্তদান বাচিবে একটি প্রান এই শ্লোগানটি সাথে নিয়ে শুরু হওয়া “উই ফর ইউ” সামাজিক সংগঠনটি ১০ বছর অতিক্রম করে এখন ১১ তম বছরে পদার্পণ করে প্রায় ১০ হাজার সাত শত ব্যাগ রক্তদিতে সফল হয়েছেন “উই ফর ইউ” পরিবার,
তারি ধারাবাহিকতায় উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৫০ তম বার রক্ত দান করে রক্ত দাতাদের মাঝে আলোচিত ও প্রসংশিত হওয়ায় “উই ফর ইউ” পরিবারের পক্ষথেকে আজ (২ নভেম্বর’১৯) রোজ শনিবার বিকেল ৪ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা কনভেনশন হলে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

উই ফর ইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরে মাওলা রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহম্মেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারী ভূমি কর্মকর্তা জনাব মুহা. ইয়াছিন,
সার্ক মানবাধীকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সভাপতি বেলায়েত হোসেন বেলাল,
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্ত রাখেন জনাবা নাজমা বেগম,হাজী আব্দুল কুদ্দুস,
কাউন্সিলর হারুনুর রশিদ সাহেদ,সাংবাদিক এম.এস আরমান,নোমান শিবলুসহ প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :