এম.এস আরমান,নোয়াখালী: পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে কোম্পানীগঞ্জ থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালন করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান স্থান গুলো প্রদর্শন করে থানার সামনে গিয়ে সম্পন্ন হয়।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের আয়োজনে র্যালিটিতে কমিউনিটি পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানা ইনচার্জ আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা ও বসুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন নিজাম।
র্যালি শেষে কোম্পানীগঞ্জ থানা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা. আরিফুর রহমান বলেন, পুলিশ জনগনের বন্ধু। বাংলাদেশের ভবিষ্যৎ এবং দেশের অগ্রগতির জন্য নতুন প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি সামাজিক সমস্যা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং দেশের চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন পুলিশ সব সময় জনগনের পাশে আছে থাকবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের সকল সদস্য সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও প্রেসক্লাব কোম্পানীগঞ্জ এর সভাপতি হাসান ইমাম রাসেল সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।