শিরোনাম

কোম্পানীগঞ্জে গার্লস স্কুলে সততা স্টোর নামে বা‌ণি‌জ্যের অ‌ভি‌যোগ

এম.এস আরমান,নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগ‌ঞ্জের মাকসুদাহ্ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ে সততা স্টো‌রের না‌মে বা‌ণি‌জ্যের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। বি‌ক্রেতা বিহীন দোকান দি‌য়ে ছাত্রছাত্রী‌‌দের সততা শেখা‌নোর কথা বলা হ‌লেও উদ্বোধ‌নের ক‌য়েক‌দিন না যে‌তেই ব্যবসায়ী প্র‌তিষ্ঠান খু‌লে ব‌সে বিদ্যাল‌য়ের পিয়ন।

বিদ্যাল‌য়ের প্রায় ৬৫০ ছাত্রী‌দের‌কে জি‌ম্মি ক‌রে বির‌তি‌র সময় বাহিরে যেতে নিষিদ্ধ ঘোষনা করে জমজমাট ব্যবসা প‌রিচালনা ক‌রেন বিদ্যালয়ের পিয়ন এবং সেই ব্যবসার ভাগ সকল শি‌ক্ষিকা পে‌য়ে থা‌কেন।

বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগের মধ্যে রয়েছে বিরতির সময় ছুটি নাদেয়া,শিক্ষিকাদের অনুমতি ছাড়াই একক ক্ষমতায় ছাত্রীদের ছুটি দেয়া,ছাত্রীদের দূর্ব্যবহার করা,পরিবার নিয়ে স্কুলে থাকা, বিদ্যালয়ের পুরোনো ভবনের ফ্যান বিক্রিকরে টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন অনিয়মের কথা উঠে এসেছে।
একটি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে অ‌নিয়ম হ‌তে থাক‌লে বিদ্যাল‌য়ের প্রশাস‌নিক ক্ষমতার অপব্যবহার হ‌তে থাক‌বে তাই প্রশাস‌নের সুদৃ‌ষ্টি কামনা করছেন বিদ্যালয়ের অভিভাবক বৃন্দগণ।

নিউজটি শেয়ার করুন :