এম.এস আরমান,নোয়াখালী:
নোয়াখালী কোম্পানীগঞ্জের জনতা ব্যাংক বসুরহাট শাখার সিকিউরিটি গার্ড আব্দুল মান্নান (৫৫) করোনায় আক্রান্ত হয়েছেন। সর্ব প্রথম এ উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন,কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. সেলিম।
তিনি আরও জানান, গত (৪ মে) ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় নমুনা দিয়েছিলেন।
পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ নমুনা পরীক্ষায় জনতা ব্যাংক কর্মচারী আব্দুল মান্নানের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
গতকাল রাত ১২টার দিকে এ রিপোর্ট পাওয়া যায়। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন বাড়ি লকডাউন করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
বর্তমানে আক্রান্ত ব্যক্তি নোয়াখালী ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের সদস্যদের বাড়িতে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।