শিরোনাম

কোম্পানীগঞ্জে জুমার নামাযে জরিমানায় মুসল্লিদের ক্ষোভ

 

এম.এস আরমান,নোয়াখালী: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা মসজিদে শতাধিক মুসল্লি নিয়ে চলমান আইন ভঙ্গকরে জুমার নামায আদায় করায় জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

আজ (১ মে) রোজ শুক্রবার বাংলাদেশে পবিত্র মাহে রমযানের প্রথম জুমার নামায অনুষ্ঠিত হয়েছে ,ধর্মীয় অনুসূচনায় দেশে লকডাউন থাকা সত্বেও অনেকটা আবেগী হয়ে মসজিদ মূখে ছুটেছেন মুসল্লিগণ,প্রায় মসজিদে দেখা যায় ভরপুর মুসল্লি,নেই তাদের কোনো শারীরিক দূরত্ব,নেই মুখে মাস্ক নেই জনসচেতনতা।

দেশের চলমান আইন অর্থাৎ জনসমাগম না করা,মুখে মাস্ক ব্যবহার করা সহ সরকারি একাধীক আইন ভঙ্গকরে শতাধিক মুসল্লি নিয়ে জুমার নামায আদায় করায় কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ কমিটির সিনিয়র দায়ীত্বশীল আব্দুল কুদ্দুস কে মুসল্লিদের পক্ষে ২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।

এছাড়াও অন্য মুসল্লিদের শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা না আশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামায বাসায় পড়ার অনুরোধ জানান জনাব ফয়সাল আহমেদ।

অন্নদিকে মুসল্লিদের মাঝে মসজিদে প্রশাসনের বাধার বিষয়টি নিয়ে শোনাযায় সমালোচনার ঝড়,
মুসল্লিদের মাঝে তৈরি হয় যুক্তিক ও অযুক্তিক আক্ষেপ,অনেককেই বলতে দেখাযায় আইন শুধু মসজিদের জন্য মন্দিরের জন্য নয়,মুফতি রবিউল নামের এক মুসল্লি বলেন সরকারি নিয়ম ভেঙ্গে মসজিদে আসা উচিত হয়নি তবে মানুষ যদি মসজিদে চলেই আসেন তাকে বের করে দেয়া উচিত নয়,এতে প্রশাসন জরিমানা না করে আগামীতে এমন না করার নির্দেষ দেয়ার মধ্যে সিমাবদ্ধ থাকলে সমালোচনা ও মানুষের ক্ষোভ কিছুটা কম তৈরি হতো।

নিউজটি শেয়ার করুন :