এম.এস আরমান,নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত।
গতকাল (৮ মে) রোজ শুক্রবার সন্ধা ৭ টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুরে খেলা-ধুলা নিয়ে পূর্বে থেকে চলে আসা দ্বন্ধে নতুন করে বিরোধ সৃষ্টির ফলে উভয়ের মাঝে সংঘর্ষে জাহিদ (১৯) নামের একজনকে হাসপাতালে নেয়ার পথে নিহত হয় ও ২ জন আহত হয়,নিহত জাহিদ রামপুর ২ নং ওয়ার্ডের জয়নাল আবেদিন সারেং বাড়ীর রফিক উল্যার ছেলে।
স্থানিয় সূত্রে জানা যায় ইফতারের পর জাহিদ,ওমর সহ এরা ৪/৫ জন মিলে ঘুরতে আসে পার্শবর্তি এলাকা কেজি রোড়,পূর্বের দ্বন্ধে থাকা ব্যক্তিরা মুখোমুখি হওয়ায় শুরু হয় তর্ক এবং সংঘর্ষ, এসময় জাহিদকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।
উক্ত ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে,গ্রেপ্তারকৃতরা হল মোহাম্মদ আমির হোসেন, শিপন,মোঃ আবদুল্যা,
রিপন এবং আলিম,হৃদয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের মূল কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।