এম.এস আরমান,নোয়াখালী : নোয়াখালীর নূরানী ত’লীমূল কোরআন বোর্ড চটকিবাড়ী ট্রেনিং সেন্টার কর্তিক আয়োজিত আজ (৩সেপ্টেম্বর’১৯) রোজ মঙ্গলবার কোম্পানীগঞ্জে মুছাপুর ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসায় কোম্পানীগঞ্জের সকল নূরানী মাদ্রাসা সমূহের শিক্ষকদের নিয়ে মাওঃ মাহমুদুল হকের সভাপতিত্বে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত নূরানী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলূম আল হুসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হযরত মাওঃ নুরুল ইসলাম আদীব।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তা’লীমুল কোরআন চটকিবাড়ী বোর্ড এর চেয়ারম্যান হযরত মাওঃ শফিকুল্লাহ।
উক্ত শিক্ষা সম্মেলনে নূরানী শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনা করেন নূরানী তা’লীমুল কোরআন চটকিবাড়ী বোর্ড এর প্রধান প্রশিক্ষক আলহাজ্ব মাওঃ আশ্রাফ আলী দিদার।
প্রশিক্ষণ চলাকালীন মাওঃ আশ্রাফ আলী দিদার বলেন শিশুদের আঘাত করা, শাষন করা,প্রহার করা থেকে বিরত থেকে আন্তরিকতা দিয়ে পড়া আদায় করে নিতে হবে, যে সমস্ত শিক্ষক প্রহার বিহীন ছাত্রদের কন্ট্রোল করতে ব্যর্থ তাদেরকে শিক্ষকতা ছেড়ে দিয়ে রিক্সা চালাতে অনুরোধ করেন প্রশিক্ষক মাওঃ আশ্রাফ আলী দিদার।
তিনি আরো বলেন নূরানীতে ১০০% ছাত্র/ছাত্রীদের পড়া আদায় করে নিতে হবে,এর বিকল্প কেউ যেনো চিন্তা নাকরে সেই পেক্ষিতে শিক্ষকদের একটি ছন্দ পড়ান। তা হচ্ছে,
কেউ বলে কেউ বলেনা, তা হবেনা তা হবেনা।
কেউ পারে কেউ পারেনা, তা হবেনা তা হবেনা।
কেউ বুঝে কেউ বুঝেনা, তা হবেনা তা হবেনা।
এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ইসলামীয়া আরাবিয়া মুছাপুরের প্রধান শিক্ষক আলহাজ্ব হযরত মাওঃ আবু তাহের, নূরানী তা’লীমুল কোরআন চটকিবাড়ী বোর্ড এর কোম্পানীগঞ্জ শাখা সেক্রেটারী মাওঃ মিজানুর রহমান,শাখা শিক্ষা সচিব মাওঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।