এম.এস আরমান,নোয়াখালীঃগতকাল (৩ অক্টোবর ১৯) রোজ বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় শহিদুল্লাহ সরোয়ার (২৬) নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার চরকাকড়া ইউনিয়নের নতুন বাজারে এই দূর্ঘটনা ঘটে।
নিহত সরোয়ার চরকাকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেংটা বাড়ীর শাহাবুদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায় নিহত সরোয়ার পেশায় মোটরসাইকের মেকানিক। দূর্ঘটনার সময় একটি মোটরসাইকেল মেরামত করে ট্রায়াল দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় স্থানীয়রা রাস্তার মাথা বাজার ক্রস করার সময় পিকআপ ভ্যান ঢাকা মেট্রো ম-১৩০০৭৯ গাড়িটি ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।