এম.এস আরমান,নোয়াখালী: বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী (দক্ষিন) জেলার উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় কোম্পানীগঞ্জ উপজেলায় আগামী ৭,৮ ও ৯ ডিসেম্বর ৩ দিন ব্যাপি মাহফিল সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে,
উক্ত মাহফিল সফল করার লক্ষে আজ (৮নভেম্বর’১৯) রোজ শুক্রবার মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি মুফতি হাফিজুল্যার সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়,
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্রগ্রাম বিভাগিয় সভাপতি মাওঃ সেলিম মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্রগ্রাম বিভাগিয় সেক্রেটারী মুহা. আল মাহমুদ ইকবাল,ও যুগ্ন সাধারণ সম্পাদক মুহা. আলী হোসেন,
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওঃ ওমর ফারুক।
আগামী ডিসেম্বরের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে উস্থিত থাকবেন নায়েবে আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত থাকবেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পীর সাহেব চরমোনাই (রহ.) এর সাহেবজাদা মুফতী সৈয়দ ইসহাক মুহা. আবুল খায়ের।
এছাড়াও আরো যারা উপস্থিত থাকবেন পীর সাহেব চরমোনাই (রহ.) এর খলিফা অধ্যক্ষ হাফেজ মাওঃ ইউনুছ আহমদ,
পীর সাহেব চরমোনাই (রহ.) এর খলিফা আলহাজ্ব মাওঃ আব্দুল আউয়াল,
ইসলামিক ফাউন্ডেশন এর ডেপুটি ডিরেক্টর শায়েখ ড. মোস্তাক আহমদ,যাত্রাবাড়ী ইসলামী একাডেমী বাংলাদেশ এর পরিচালক মাওঃ মুফতি হেদায়েত উল্যাহ আযাদী,
বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্রগ্রাম বিভাগিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী,পীর সাহেব বরগুনা (রহ.) এর সাহেবজাদা ও খলিফা মাওঃ মাহমুদুল হোসাইন ওয়ালি উল্লাহ,চটকি বাড়ী নূরানী তালিমুল কোরআন বোর্ড এর সেক্রাটারী মাওঃ আশরাফ আলী দিদার,
নোয়াখালী কালিকাপুর এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ নজির আহমদ,নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওঃ মোঃ জাফর উল্যাহ, জামেয়া ওসমানিয়া চাটখিল মাদরাসার শিক্ষা সচিব মাওঃ মুফতি মুহাম্মদ আছেম সহ দেশবরেণ্য আলেমবৃন্দ।