এম.এস আরমান
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় আরমান হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রবিবার(১৫ মার্চ) দুপুর বারোটার দিকে উপজেলার বসুরহাট সিটি হাসপাতাল সংলগ্নে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক উপজেলার রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ওহিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে জানা যায় আরমান মোটরসাইকেল চালিয়ে রাস্তায় উঠতেই বাংলাবাজার গামী বসুরহাট সুপার বাসের সাথে সংঘর্ষ হয়। গুরুতর আহত আরমানকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি শেয়ার করুন :