এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের এক সপ্তাহ না যেতেই সড়ক দূর্ঘটনায় এনায়েত হোসেন সুজন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর১৯) বেলা ১২টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নে এই দূর্ঘটনা ঘটে। নিহত সুজন চর ফকিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝি বাড়ির অজি উল্যাহর ছেলে। গত শুক্রবারে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
তথ্যসূত্র মতে জানা যায়, বেলা ১২টার দিকে মোটর সাইকেল চালিয়ে স্থানীয় চাপ্রাশিরহাট বাজারে যাওয়ার সময় মোল্লার দোকান সংলগ্ন এলাকায় পৌছালে সিএনজির সাথে সংঘর্ষ ঘটে।
এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিউজটি শেয়ার করুন :