শিরোনাম

কোম্পানীগঞ্জে ভক্তদের কাঁদিয়ে গেলেন হাফিজুর রহমান- কুয়াকাটা

 

এম. এস আরমান, নোয়াখালী: হাশরের দিন এমন একটিদিন যেই দিন কেউ কারো থাকবেনা,ঐ দিন ৭০ হাজার সিকল লাগাইয়া ফেরেস্তারা জাহান্নামকে পিছনে নেয়ার চেষ্টায় ব্যর্থহলে নবীজির কান্নায় আল্লাহর হুকুমে ফেরেস্তারা একপ্রকার পানি ছিটালে জাহান্নাম পিছনে হটতে বাধ্য হইবে,আর ঐ পানি হচ্ছে শেষ নবীর উম্মতের চোখের পানি। ঐ হাশরের কষ্ট সয্য করার ক্ষমতা কারো নাই নাই নাই,তাই বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে,কবরে যাওয়ার আগে কবরের চাপ খাওয়ার প্রস্তুতি নিয়ে যাইতে হবে বল্লেন কুয়াকাটা হুজুর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী।

গতকাল (৪ নভেম্বর’১৯) রোজ সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবু মাঝিরহাটে হাফেজ মাওঃ আবু ছাঈদ এর সভাপতিত্বে এক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়,
উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, খতীবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা)

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি ইয়াছিন আহমদ ফারুকী,ঢাকা।
উদীয়মান তরুন বক্তা মুফতি কামরুল হাসান বিন কাসেম,নোয়াখালী।

উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরো আলোচনা করেন মাওলানা মুফতি আব্দুর রহমান ফরহাদ,মাওঃ ক্বারী নূরুল হুদা আল হোসাইনি সহ প্রমূখ আলেমবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :