এম.এস আরমান,নোয়াখালীঃ নোয়াখালী কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বাংলাবাজার ইসলামীয়া আরবিয়া মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র মোঃ নূরুদ্দীন শামীম (১৪), রামপুর ৩নং ওয়ার্ডের আনোয়ার উল্ল্যাহ মৌলভী বাড়ীর মোঃ জাকের উল্যার ছেলে গত ২৪শে আগস্ট শনিবার সকাল থেকে নিখোজ রয়েছে।
জানা যায় মুছাপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গত সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে শামীমের শ্রেণি শিক্ষক ফোনে তার মা কে জানায় সে মাদ্রাসা থেকে পালিয়ে গেছে,খবর পেয়ে শামীমের মা মাদ্রাসায় গিয়ে জানতে পারে তার ছেলে শামীম গত (২৪আগস্ট’১৯) শনিবার সকাল থেকে মাদ্রাসায় অনপুস্থিত,কিন্তু খবরটি এত দেরিতে কেনো জানানো হলো জানতে চাইলে দায়ীত্বশীল শিক্ষক গ্রহণযোগ্য কোন উত্তর দিতে পারেন্নি বলে দাবী করেন পালিয়ে যাওয়া শামীমের মা।
অন্যদিকে মাদ্রাসা সহকারী পরিচালক মাওঃ মাহমুদুল হাসানের সাথে মুঠোফোনে পালিয়ে যাওয়া শামীমের বিষয়ে জানতে চাইলে ওলামা কণ্ঠ প্রতিনিধি কে তিনি জানান নূরুদ্দীন শামীম ২৪আগস্ট শনিবার ফজরের নামাযের পর থেকে মাদ্রাসায় অনুপস্থিত। আমরা তার বিষয়ে তার মা কে জানিয়েছি, তিনি কোথাও শামীমের খোজ খবর না পেয়ে মাদ্রাসায় এসে শিক্ষকদের দায়ী করার চেষ্টা করেন।
তিনি আরো বলেন শামীম যদিও মাদ্রাসার আবাসিক বিভাগের ছাত্র কিন্তু তার বাড়ি পার্শবর্তী গ্রামে হওয়ায় সে মাঝেমধ্যে বাড়ি আশা যাওয়া করে। তাছাড়া আবাসিক ছাত্রদের মদ্রাসার বাহিরে আশা যাওয়া নিশিদ্ধ নয় বিধায় ছাত্ররা পালিয়ে গেলে এর জন্য কর্তিপক্ষ দায়ী নন। তবে মাদ্রাসা কর্তিপক্ষ ছাত্রদের নিরাপত্তায় সর্বোচ্চ সচেতন থাকেন।
শামীমকে খুজে পেতে মাদ্রাসা কর্তিপক্ষ এবং তার অভিভাবক ওলামা কণ্ঠ প্রতিনিধির মাধ্যমে গণমাধ্যম কর্মিদের কাছে বিশেষ অনুরোধ জানান। যোগাযোগ- ০১৮৭৮৩৫৭০৫০