এম. এস আরমান, নোয়াখালী: নোয়াখালী কোম্পানীগঞ্জে গত কাল (১৩ সেপ্টেম্বর’১৯) শুক্রবার রাত ১২ টায় মোজ্জাম্মেল হক স্বপন (৫০) নামের এক ব্যক্তি সিএনজি দুর্ঘটনা নিহত হয়।
জানা যায় গত ২/৩ দিন টানা বৃষ্টির কারনে কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে আলী চেয়ারম্যান বাড়ির সংলগ্নে বসুরহাট বাংলাবাজার রোড-এ গতকাল সন্ধায় একটি গাছ ঢলে পড়ে,উদ্ধার কর্মি আসার পূর্বেই রাত আনুমানিক ১২ টায় বসুরহাট থেকে দ্রুত আসা সিএনজি গাছের সাথে সংঘর্ষে সিএনজিতে থাকা একমাত্র যাত্রী মোজ্জাম্মেল হক স্বপন নিহত হয় এবং আহত অবস্থায় চালককে কোম্পানীগঞ্জ সরকারী হসপিটালে ভর্তি করানো হয়।
নিহত মোজ্জাম্মেল হক স্বপন (৫০) মুছাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর নূরু মিয়া বাড়ির মাহফুজুল হকের দ্বীতিয় ছেলে।
নিউজটি শেয়ার করুন :