শিরোনাম

কোম্পানীগঞ্জে সুরভী খেলাঘর’র পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

এম.এস আরমান, নোয়াখালী: আজ (০৪ অক্টোবর ১৯) শুক্রবার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে সুরভী খেলাঘর আসর কর্তৃক আয়োজিত ‍খেলাঘর চিত্রাংকন বৃত্তি পরীক্ষা-২০১৮ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও খেলাঘর আসর এর শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সকালে ৯ টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে এই খেলাঘর চিত্রাংকন বৃত্তি পরীক্ষা-২০১৮ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও খেলাঘর আসর এর শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুই পর্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ৯ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকতা জনাব ফয়সাল আহমেদ জুয়েল উক্ত অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষণা করেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে পুনরায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৩.০০ ঘটিকায় আলোচনা সভা, বিকেল ৪.০০ ঘটিকায় খেলাঘর আসর এর শাখা সম্মেলনের সাংগঠনিক অধিবেশন ও শিক্ষা প্রতিষ্ঠানকে সন্মাননা এবং বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা জনাব ফরিদা আক্তার খানম এর সভাপতিত্বে এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা মেয়র জনাব আবদুল কাদের মির্জা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর আসর এর নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব দীপক আইচ।

এসময় অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আঞ্জুমান পারভীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জনাব শাহ কামাল পারভেজ এবং কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোশিয়েশন এর সভাপতি জনাব করিমুল হক সাথী।

অনুষ্ঠান শেষে বিকেল ৭.০০ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুরভী খেলাঘরের চিত্রাংকন বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন :