এম.এস আরমান:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাস্থ নোয়াখালী সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ইং সালে প্রতিষ্ঠিত কোম্পানীগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে মুছাপুর ক্লোজার সংলগ্নে অবস্থিত উই ফর ইউ পাঠশালায় প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল ৬ জানুয়ারী-২০ রোজ সোমবার
সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ নুর সোহান, প্রতিষ্ঠাতা সদস্য জাবের হোসেন অনুপ,প্রতিষ্ঠাতা সভাপতি বুরহান উদ্দিন মুজাক্কির, উই ফর ইউ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবেদ,এসোসিয়েশন সদস্য আরিফ, সদস্য সানজিদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসোসিয়েশন সভাপতি বুরহান উদ্দিন মুজাক্কির বলেন আমাদের এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই আমরা কোম্পানীগঞ্জের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি,
ইনশাআল্লাহ আগামী দিনগুলো তেও আমরা কাজ করেযাবো। একটা সমাজসেবী সংগঠন পরিচালনা করতে সবচেয়ে বড় প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট কিন্তু আমাদের এসোসিয়েশনের সকল সদস্যই শিক্ষার্থী তাই আমাদের পক্ষে এসোসিয়েশন পরিচালনা করা অনেকটাই কঠিন হয়ে দাড়িয়েছে,
এই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন, কোম্পানীগঞ্জ উপজেলা বিত্তশালী ও প্রভাবশালীরা যদি আমাদের এসোসিয়েশনকে অর্থনৈতিকভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় সে ক্ষেত্রে আগামীতে আমরা আমাদের উপজেলার জন্য আরো ভালো কিছু করতে পারবো বলে আশাবাদী।