এম.এস আরমান, নোয়াখালী : বিগত ২০০৪ সালের ২১শে আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২১শে আগস্ট’১৯ ) বিকেল ৫ টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজিম উদ্দিন মুন্নার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা।
এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, বসুরহাট পৌর আওয়ামী লীগ সভাপতি রেয়াজুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক গোলাম সরোয়ার, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, কোম্পানীগঞ্জ উপজেলা ওলামা লীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।