শিরোনাম

কোম্পানীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে পালন

এম. এস আরমান, নোয়াখালী: পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে চলমান পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে কোম্পানীগঞ্জ ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার সময় কোম্পানীগঞ্জ থানা আয়োজনে থানা হল রুমে ওপেন হাউজ ডে পালন হয়।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যৌতি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা জনাব মোঃ ইয়াছিন, বাংলাদেশ আওয়ামিলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা ফারবিন রুনু।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তবে বলেন, “পুলিশ জনগণের শক্র নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই।” মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, চরকাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব সফিউল্যাহ।
বসুরহাট সরকারী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মিলন বাবু স্যার। প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল ও নাছির উদ্দীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :