শিরোনাম

খাগড়াছড়িতে খুদ্দামুল কুরআনের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে খুদ্দামুল কুরআন বাংলাদেশে এর বাছাইকৃত ইমামদের নিয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ (১৫ ফেব্রুয়ারি) সোমবার সকাল সাড়ে১০ টায় প্রশিক্ষণের সমাপনী দিনে খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদ এক মত বিনিময় সভা মোঃনুরুল কবির আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল কুরআন সংস্থার কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা জাবেদ আহমদ। আলোচনায় অংশগ্রহণ করেন কালেক্টর জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খুদ্দামুল কুরআনের প্রশিক্ষক মাওলানা আব্দুল মালেক, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ হাবিবুর রহমান, মোহাম্মদ আইয়ুব প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাবেদ বলেন, কুরআন শিক্ষার উপর প্রশিক্ষণলব্ধ জ্ঞান আমাদেরকে শিশুদের কুরআন শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে হবে।

তাহলেই এই প্রশিক্ষণ সার্থক হবে। বর্তমানে শিশুরা কুরআন শিক্ষা থেকে বিমুখ হওয়ার কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। কুরআনের জ্ঞান না থাকার কারণে ঈমানহীন এবং নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। এঅবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কোমলমতি শিশুদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন :