নুরুল কবির আরমান,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা গঠন ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহ.এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭আগস্ট) রাত ৯টায় জেলা শহরের কারিমিয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা কাউছার আজিজীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় মসজিদ বিষয়ক সম্পাদক মাওলানা মনসুরুল হক জিহাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা শেখ আমজাদ হোসাইন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহ.এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অংশগ্রহণ করেন খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খাগড়াছড়ির কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি , জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাদের, মাওলানা মুফতি আনোয়ার ,মাওলানা নুরুল কবির আরমান, মাওলানা ইলিয়াছ,জেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি ডা.আনোয়ার প্রমুখ।
স্মরণ সভায় বক্তাগণ বলেন, দেশ -ইসলাম ও জাতির চরম দুর্দিনে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.এর বলিষ্ঠ নেতৃত্ব ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। নাস্তিক ও ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে আমৃত্যু আপোষহীন অগ্রণী ভূমিকা পালন করেছেন। নীতি ,আদর্শ ও হকের উপর অটল ছিলেন।তাগুতি শক্তির কাছে মাথা নত করেননি। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হবার নয়।
আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীকে সভাপতি, মাওলানা নুরুল কবির আরমানকে সাধারণ সম্পাদক ,মাওলানা মুফতি মহিউদ্দিনকে সিনিয়র সভাপতি ,মাওলানা মুফতি আনোয়ার কে সহ-সভাপতি ও মাওলানা আব্দুল কাইয়ুম কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরিশেষে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহ. এর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।