নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়িতে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (১০ জুন) বৃহস্পতিবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি. গণভবন থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। ১ম পর্যায়ের ৫০ টি মসজিদের মধ্যে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্ভোধন করা হয়।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়াল উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি সেনা জোনের উপ অধিনায়ক সুলতান মাহমুদ শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, লোগাং বিজিবি জোনের উপ অধিনায়ক মাহবুর রহমান,খাগড়াছড়ি ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মন্জুরুল আলম মজুমদার,পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন, জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক নূর হোসেন,উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল মোমিন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব সহ স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন গন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্য্য্য্্য্য্য অনুষ্প্তি্ত্তি্্তি্ত্তি্তি্ত্্প্