শিরোনাম

খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসার বার্ষিক মাহফিল

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ রবিবার খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আসরের নামাজের পর শুরু হইয়ে রাত সাড়ে ১১টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মুহাম্মদ ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত় মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কামরাঙ্গীচর নূরে মদিনা মাদ্রাসার প্রতিষ্ঠিত পরিচালক মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কুমিল্লা জেলার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর ও খাগড়াছড়ি জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা হাফেজ আব্দুল কাদের।

মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন মাওলানা কাউসার বাঙালি ঢাকা, মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা কাউছার আজিজী, মাওলানা আলী হোসেন কারিমি প্রমুখ।

মাহফিলে বক্তাগণ বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান ও মহানবী সা. এর আদর্শ থেকে দূরে থাকার কারণে আমাদের ওপর বিপর্যয় নেমে এসেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ-ঘুষ, যেনা -ব্যভিচার, গান- বাজনাসহ অনৈতিক কাজ বেড়ে গেছে। আদর্শ সুন্দর সমাজ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন :