নুরুল কবির আরমান,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাইসছড়িতে কলাচাষী মো: ভূট্টু খানের গতকাল (২৮ সেপ্টেম্বর ২০ ইং) সোমবার দিবাগত রাতে কলা বাগানের কলা গাছের মাথার অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কলাচাষী থানায় ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, বাগান মালিক ভুট্টু খানের সাথে মামলার আসামী মংসিপ্রু চৌধুরী, ভলি মারমা, উজ্জ্বল মারমা ও সূর্য মারমা’র সাথে দীর্ঘ দিন যাবত বাজার মসজিদ সংলগ্ন ভূমি নিয়ে মামলা চলে আসছিল।
বর্তমানেও মামলা চলমান। কলাচাষী ভূট্টু খানের সন্দেহ আমার ভূমি নিয়ে বিরোধকারীগনই বাগানের কলাগাছ কেটেছে। এ বিষয়ে বিবাদী মংসিপ্রু চৌধুরী বলেন, আমরা আইনকে শ্রদ্ধা করি, ভূমি নিয়ে আদালতে মামলা চলমান। আমরা রায়ের অপেক্ষায় রয়েছি। আমাদের বিরুদ্ধে বাগানের কলা গাছ কেটে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ভূট্টুরা নিজেরাই গাছ কেটে আমাদের উপর দোষ চাপিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।