নুরুল কবিৱ আৱমান,খাগড়াছড়ি প্রতিনিধি:
সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও দেশের মানুষের নিরাপত্তা বাস্তবায়নে ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। আজ ৩য় দিন (৩জুলাই) জেলার নয়টি উপজেলায় কঠোর ভাবে লকডাউন বাস্তবায়নের জন্য সকাল থেকেই মাঠে রয়েছে আইন শৃংখলা বাহীনির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্যাট।
মার্স্ক না থাকার কারনে মোবাইল মোবাইল কোর্ট পরিচালনা করে করা হয়েছে জড়িমানা। কোন ভাবেই যাহাতে লকডাইন কেহ লংঘন করতে না পারে সে দিকে নজর রয়েছে প্রশাসনের।
খাগড়াছড়ি সদর, কলেজ গেইট,চেঙ্গী স্কোয়ার, শাপলাচত্বর ও প্রেসক্লাব এলাকা গুরে মানুষের সাথে কথা বলে জানা যায় জরুরী প্রয়োজন ছাড়া মানুষ তেমন ঘর থেকে বেড় হচ্ছে না।
রাস্তায় দুই-চারটা টমটম ও নিত্যপ্রয়োজনীয় কাজে নিয়োজিত কিছু যানবাহন দেখা যায়।
নিউজটি শেয়ার করুন :