শিরোনাম

খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আ’লীগের প্রার্থী নৌকা প্রতীকে নির্মলেন্দু চৌধুরী ৯০৩২ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল আলম (মোবাইল প্রতীক) ৮৭৪৯ ভোট পেয়েছেন।বিএনপির প্রার্থী মোঃ ইব্রাহিম খলিল(ধানের শীষ) প্রতীকে ৪৩০৮ ভোট ও জাতীয় পাটির প্রার্থী ফিরোজ আহমেদ(লাঙ্গল) প্রতীকে ১৮৪ ভোট পেয়েছেন।

সাধারণ ৯ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অতীশ চাকমা (দ্বিতীয়বার), ২নং ওয়ার্ডে মানিক পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে শাহ আলম (দ্বিতীয়বার), ৪নং ওয়ার্ডে বাচ্চুমনি চাকমা, ৫নং ওয়ার্ডে মো. আব্দুল মজিদ(দ্বিতীয়বার), ৬নং ওয়ার্ডে রেজাউল ইসলাম, ৭নং ওয়ার্ডে মংরে মারমা(দ্বিতীয়বার), ৮নং ওয়ার্ডে পরিমল কর্মকার(দ্বিতীয়বার) ৯নং ওয়ার্ডে রিটন তালুকদার নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত ৩টিমহিলা কাউন্সিলর হিসেবে শাহিদা আক্তার, উক্রাঞো মারমা নির্বাচিত হয়েছেন।আজ ১৬ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে ১৮ ভোট কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। পৌরসভায় সব ক’টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহিৃত করে র‌্যাব ও বিজিবি’র স্ট্রাইকিং ফোর্সসহ ৪স্তরের নিরাপত্তা বেস্টনি তৈরি করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রেই একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০জন সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৭হাজার ৮৭জন। নারী ভোটার ১৬হাজার ৭’শ ৩৬জন এবং পুরুষ ভোটার সংখ্যা ২০হাজার ৩’শ ৫১জন।

নিউজটি শেয়ার করুন :