শেখ নাসির উদ্দিন, খুলনাঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচী পালন করে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তারা বলেন, সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তায় আতংকিত হয়ে বেগম জিয়াকে কারাদন্ড প্রদান করেছে। জনগণই আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবে। এসময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে খুলনা জেলা বিএনপির সাধারন সম্পাদক আমির এজাজ খান,মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মর্তুজা, মহানগর বিএনপির সিনিয়ার সহ-সভাপতি এস, আর ফারুকসহ খুলনা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন।
বিএনপির মানববন্ধনের কর্মসূচি ঘিরে সকাল থেকেই খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে গত এপ্রিল থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।