সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর বাজারে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাধ সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুফতি ইউসুফ সাহেব। মাওঃ ইউসুফ সাহেবর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, হরিপুর বাজার মাদ্রাসার পরিচালক মাওলানা হিলাল আহমদ সাহেব, তিনি খুনী মোদীকে উদ্দেশ্য করে বলেন মুসলমানদের হত্যা,মসজিদ ভেঙ্গে হনুমানের পতাকা তুলে তুমি মনে করনা মুসলমানদের ধ্বংস করতে পারবে।চীন সরকার মুসলমানদের ধ্বংস করতে গিয়ে বর্তমানে নিজে ধ্বংসের মুখে পতিত হয়েছে।
করুনা ভাইরাস নামক আল্লাহর গযব তাদের ধ্বংস করছে। তিনি আরো বলেন মোদীর চেয়ে অনেক ক্ষমতাবান বাদশারা মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল কিন্তু পারেনি। অবশেষে তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে। তেমনি মোদী সরকার ও মুসলমানদের ধ্বংস করতে পারবেনা অবশেষে নিজেই ধ্বংস হয়ে যাবে।
সভায় আরো বক্তব্য রাখেন হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ নজরুল ইসলাম তোয়াকুলী,হরিপুর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ আব্দুস সালাম জৈন্তাপুরী,মাওঃ আব্দুল মান্নান দরবস্তী, দারুল উলুম হেমু মাদরাসার মুহতামিম মাওলানা জিল্লুর রহমান কাসেমী, হেমু নয়াগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা কুতুবউদ্দিন, ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা রহমতুল্লাহ, মাওঃ জয়নাল আবেদীন চানঘাটী সহ প্রমুখ।
বক্তারা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আমরা শুনেছি আপনি ৫ওয়াক্ত নামাজ পড়েন,তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কাজ কর্ম শুরু করেন, তাই আপনার কাছে বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবী খুনী সন্ত্রাসী মোদী সরকারের বাংলাদেশ সফর বাতিল করে মক্কা মদিনার ইমামদের আমন্ত্রণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী পালন করুন।