শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ৮ টার দিকে খুলনা মহানগরের লবনচরা থানাধীন সুঁড়িখাল মোড়ে রাস্তার পাশ থেকে এক যুবকের লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত যুবকের মুখ স্কচটেপ দিয়ে আটকানো এবং গলায় কাপড় প্যাঁচানো ছিলো। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।
নিউজটি শেয়ার করুন :