শিরোনাম

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুগান্তরের সিনিয়র রিপোর্টার মৃত্যু

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

আজ শুক্রবার (০৯ জুলাই) রাত ২টায় তার মৃত্যু নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। মোস্তফা কামাল করোনা পজেটিভ ছিলেন।

২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরের যোগদান করেন। এর আগে খুলনার আঞ্চলিক ও জাতীয় দৈনিকে কাজ করেছেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য।

তার বাড়ি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায়। পিতা মৃত মনসুর আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার করোনা পজেটিভের রিপোর্ট পাওয়া যায়।

শুক্রবার গভীর রাতে অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন :