শিরোনাম

খুলনায় ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনায় ফের শনাক্ত বিবেচনায় করোনা সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করেছে। কোরবানির ঈদের প্রায় দুই সপ্তাহ আগ থেকেই এ অঞ্চলে সংক্রমণের হার কমে আসছিল।

এরই মাঝে বুধবার (৫ আগস্ট) শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী উঠতে দেখা গেছে। এদিন খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮ জনই খুলনা জেলা ও মহানগরীর বাসিন্দা। সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার খুমেকের আরটি-পিসিআর মেশিনে  মোট ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ১০১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খুলনা জেলার নমুনা ছিল মোট ২০৮টি। এর মধ্যে ৮৮ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া এ ল্যাবে বাগেরহাটের ৬ জন, সাতক্ষীরার ১৩ জন, যশোরের ২ জন, ঝিনাইদহের ১ জন ও মাগুরার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন :