শেখ নাসির উদ্দিন খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর খানজাহন আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিনাপাড়ায় আজ রবিবার (১৫ আগস্ট) সকালে ভিমরুলের কামড়ে ৩ বছরের ১ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০ টার সময় মিনাপাড়ার মুন্সি বাড়ির নাসির মুন্সির শিশুপুত্র আয়ান মুন্সি (৩) খেলা করছিলো। এ সময় বাড়ির পাশে মাসুদ মোল্লার পুকুরের সাথে গড়ে ওঠা ভিমরুলের চাক থেকে প্রায় ১০ থেকে ১৫ টি ভিমরুল আয়ানকে কামড় দিলে সে অচেতন হয়ে পড়ে। বিষয়টি আয়ানের খেলার সাথীরা তার বাড়িতে খবর দিলে তার বাবা নাসির মুন্সি এলাকাবাসির সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
শিশুটির অবস্থার অবনতি দেখা দিলে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে শিরোমনি পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
আজ বাদ আছর মিনাপাড়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় ।
৩ বছরের শিশু বাচ্চার করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।