শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে শরিফুল ইসলাম (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ৯ টায় নগরীর লবনচরা থানাধীন সাচিবুনিয়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শরিফুল বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আসলাম শেখর ছেলে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, রূপসা সেতুগামী একটি ট্রাকের সাথে সাচিবুনিয়া চৌ-রাস্তার মোড়ে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক শরিফুল ইসলাম মারা যান। তার মৃত দেহ উদ্ধার করা হয়েছে। সেখানে পুলিশের একটি টিম কাজ করছে।
নিউজটি শেয়ার করুন :