শিরোনাম

খুলনায় স্কুলছাত্র শুভ হত্যার প্রধান আসামী সহ দুইজন গ্রেফতার

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকায় দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্র শুভ হাওলাদার হত্যার প্রধান আসামী মোঃ সজল ব্যাপারীকে(১৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার(২১ ফেব্রুয়ারি) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানার মধুপুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  সজল পাশের নদীতে ঝাপ দিয়ে পালাবার চেষ্টা করলে মামলার তদন্ত কর্মকর্তাও নদীতে ঝাপিয়ে আসামীকে ধরতে সক্ষম হন। এরআগে মোঃ জাহিদ(১৮) নামে এক আসামীকে গ্রেফতার করে র‌্যাব।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, নগরীর বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় (সিএন্ডবি কলোনি) দ্বিতীয় শ্রেণির ছাত্র শুভকে হত্যার প্রধান আসামী সজল ব্যাপারীকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনার পর রবিবার রাত থেকে একাধিক স্থানে সাড়াশি অভিযান চালানোর পর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত করে পুলিশ। পরে গোপালগঞ্জ সদর থানার মধুপুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে মামলার এজহারভুক্ত ৩নং আসামী মোঃ জাহিদকে(১৮) সোনাডাঙ্গা থানার ময়লাপোতা মেথরপট্টি কমান্ডার গলি থেকে গ্রেফতার করে র‌্যাব।
সেও ঐএলাকার মাদক ব্যবসায়ী আমিরুনের ছেলে বলে জানা গেছে। আজ মঙ্গলবার আসামী সজল ব্যাপারীকে আদালতে প্রেরন করা হবে বলেও জানান ওসি।

উল্লেখ্য, ২০ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে  সোনাডাঙ্গার হাফিজ কমিশনারের বাড়ির ভাড়াটিয়া ইব্রাহিম হাওলাদার ও ঝুমুর বেগমের ছেলে স্কুল ছাত্র শুভ হাওলাদার(৯) পাশেই তাঁর খালার বাড়িতে খেলা করার জন্য যায়। সেখান থেকে সে ময়লাপোতা বস্তির দিকে খেলতে যায়। পরে সে সময়মত বাড়িতে ফেরত না আসায় তার পরিবার খোঁজাখুঁজি করতে থাকে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে  সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজের ১৪নং রোডের ৩৭ বাড়ীর পিছনে খালি ৩৬নং প্লটের সীমানা প্রাচীরের পাশে ঝোপের মধ্যে ভিকটিম শুভর লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের খালা নাজমিন ঘটনাস্থলে গিয়ে তার বোনের ছেলে শুভ হাওলাদারের লাশ বলে শনাক্ত করে। পরে খরব পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে বস্তির একটি ঘর থেকে রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার রাতে শুভর মা ঝুমুর বেগম বাদী হয়ে তিনজন আসামির নামসহ অজ্ঞাতনামা সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন :