শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর আড়ংঘাটায় মো. শাকিল (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আড়ংঘাটা থানার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত শাকিল আড়ংঘাটা এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে। সে রূপসা নদীর ওপারে মন্ডল কোম্পানী নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে শাকিলকে এলোপাথাড়ী কুপিয়ে আড়ংঘাটা বাজার মোল্লা অটো রাইস মিলের পাশে ফেলে রেখে যায়। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, প্রাথমিকভাবে ঘটনার কারণ এবং জড়িতদের সনাক্ত করা যায়নি। তদন্ত চলছে।