শিরোনাম

খুলনার দাকোপে দুই নারী গার্মেন্টস কর্মী করোনা শনাক্ত

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনায় এবার দুই নারী গার্মেন্টস কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার (২মে) তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। রাতে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শনিবার খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে ১৬৪টি নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। যার মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে। এরা দুজন দাকোপ উপজেলার খাটাইল গ্রামের বাসিন্দা। তাদের বয়স ২৪-২৫ বছর। এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

এ বিষয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দাকোপ উপজেলার খাটাইল গ্রামে দুইজন নারী করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা নারায়ণগঞ্জে গার্মেন্টস এ কাজ করতেন। সম্প্রতি সেখান থেকে দাকোপের বাড়িতে আসেন। তারা বর্তমানে নিজেদের বাসাতেই আছেন।

নিউজটি শেয়ার করুন :