শিরোনাম

খুলনার দৌলতপুরে অগ্নিকাণ্ডঃ ২৫ লাখ টাকার ক্ষতি

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনার দৌলতপুর পোস্ট অফিসের পাশে ফার্নিচারের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে দুটি ফার্নিচারের দোকান। আর এতে ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকার। আজ (১৫ মার্কিন) ভোর সোয়া পাঁচ টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল এর নেতৃত্বে দৌলতপুর, খুলনা সদর, ও খালিশপুর ফায়ার স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপ সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, ভোর সোয়া পাঁচটার দিকে দৌলতপুর পোস্ট অফিসের পাশে সিম ফ্রেশ ফার্নিসারের দোকান হতে আগুনের সুত্রপাত হয়। সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে দুইটি ফার্নিচারের দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আশপাশের অনেক দোকান ও গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান আগুন হতে রক্ষা পায়। আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক গোলযোগের কারনে। ফায়ার সার্ভিসের তথ্য মতে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২৫ লক্ষ টাকা।

নিউজটি শেয়ার করুন :