শিরোনাম

খুলনার রুপসায় এক নারীর মরাদেহ উদ্ধার

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনার রূপসা উপজেলার আঠারােবেকি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সােমবার (২ মার্চ) বিকালে উপজেলার ঘাটভােগ ইউনিয়নের ডােবা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে ১০টি ধারালাে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রূপসা থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্রোজিত মল্লিক জানান, ১০/১২ দিন পূর্বে ওই নারীকে হত্যা করে মরদেহটি নদীতে ফেল দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের বিভিন্ন স্থানে ১০ কোপের চিহ্ন রয়েছে। লােহার পাতে মরদেহ বেধে পানিতে ফেলে দেওয়া হয়। পানিতে থাকার কারণে চেহারা বিকৃত হয়ে গেছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন :