শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষেরা খাদ্যের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা বাজার পার্শবর্তী আদর্শগলির প্রায় তিন শতাধিক নারী পুরুষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ অবস্থান নেয়।
তারা সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে বাজারের বাঁশের বেরিকেট ভেঙ্গে মিছিল করতে করতে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে তারা খুলনা-মংলা মহাসড়কে সেনাবাহিনীর টহল গাড়ি পেয়ে তাদের কাছে দাবি তুলে ধরেন।
বিক্ষুব্ধরা দাবি করেন, এলাকার প্রতিটা মানুষ ঘরে থাকলেও তাদের কাছে এখনো পর্যন্ত কোন ত্রান বা খাদ্য আসেনি।
মেম্বর চেয়ারম্যানদের কাছে বললে তারা কোন গুরুত্ব দিচ্ছে না। এলাকার নেতারাও খোঁজ নিচ্ছেনা। এদিকে পরিবারের সদস্যরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেয়ারম্যানের সাথে আলাপ করে ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়ে বিক্ষুব্ধকারীদের শান্ত করেন।
এ ব্যাপারে নৈহাটী ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল বলেন, কর্মহীনদের জন্য যে পরিমান বরাদ্ধ পাচ্ছি তা দিয়ে কিছুই হচ্ছে না। এলাকায় ব্যাপক খাদ্য ঘাটতি থেকে যাচ্ছে। তিনি বলেন, আমার কাছে বিতরণের জন্য অল্প কিছু চাল আছে, দেখি তা দিয়ে কতদূর কি করতে পারি।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বলনে, রূপসায় প্রায় ৫ হাজারের অধিক শ্রমিক রয়েছে। তাদের অধিকাংশ মাছের কোম্পানিতে কাজ করে। এ ব্যাপারে আমি মাসে শুরুতে ফ্রোজেন ফুডস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তার বলছে যে ব্যবস্থা নিবে। তবে শ্রমিকদের বেতনও এখনো দেয় নাই। তাদের কোন খাদ্য সহায়তা কোম্পানিগুলো দিচ্ছে না। আর আমাদের যে পরিমানে খাদ্য সহায়তা এসেছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তারপরও কিছু কিছু মানুষকে দেওয়া সম্ভব হচ্ছে। তবে শতভাগে দেওয়া হচ্ছে না। যারা খাবার পায়নি তারা বিক্ষোভ করেছে। পরে পুলিশ ও সেনাদের আশ্বাসে বিক্ষোভ থামিয়েছে। আমি জেলা প্রশাসকে জানিয়েছি। তিনি দ্রুত খাদ্য সহায়তা ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।