শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে মহানগরীর বড় বাজারে অভিযান চালিয়ে এই দণ্ড দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে চট্টগ্রামের পেঁয়াজের ব্যাপারি হযরত আলী খুলনার বড় বাজারের মোকামে এক গাড়ি পেঁয়াজ নিয়ে আসেন। পেঁয়াজের ক্রয়মূল্য ছিল ১৫৬ টাকা কেজি। ট্রাক ভাড়া, আনুষঙ্গিক খরচ মিলে প্রতি কেজির মূল্য দাঁড়ায় ১৭৬ টাকা। কিন্তু তিনি প্রতিকেজি পেঁয়াজ ২১০ থেকে ২২০ টাকায় বিক্রির নির্দেশ দেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. হযরত আলীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
তিনি বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।