শিরোনাম

খুলনায় অশ্লীল কাজে বাধা দেয়ায় কলেজ শিক্ষককে পিটিয়ে জখম

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনায় প্রেমিক যুগলকে প্রকাশ্যে অশালীন অবস্থায় দেখেন বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী (৪০)। সেখান থেকে চলে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে শিক্ষককে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার বিএল কলেজ রোডে সোনালী ব্যাংকের সামনে এঘটনা ঘটে। রক্তাক্ত জখম বিএল কলেজের শিক্ষক মোহাম্মদ আলী নগরীর দৌলতপুরের পাবলা মোল্লার মোড়ের মোঃ মতিয়ার রহমান মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী (৪০) প্রতিদিনের ন্যায় কলেজের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। দৌলতপুরের বিএল কলেজ রোডে সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে তিনি দেখেন দুইজন ছেলে-মেয়ে বসে অশ্লীল কার্যকলাপ করছে। তিনি তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এতে ছেলে রাগান্বিত হয়ে ফোন করে ৪/৫ জন লোককে ডেকে নিয়ে শিক্ষক মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পাথর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে মাথায় জখম হন তিনি। একপর্যায়ে আত্মীয়-স্বজন এসে ঘটনাস্থল থেকে শিক্ষক মোহাম্মদ আলীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী-১ বিভাগে ভর্তি করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন। তিনি বলেন, এখনো লিখিত অভিযোগ করেননি। তবে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন :