শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা জেলার কয়রায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচ জন ডাকাতকে আটক করেছে র্যাব।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব- ৬।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনার কয়রা উপজেলার গোবরা এলাকা থেকে বুধবার রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ জনকে ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিয়েছিল।
আটকরা হলেন, গোবরার ছবেদ আলীর ছেলে আব্দুল কাদের সরদার (৩৬), শামসুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৩৮), আব্দুল রহিমের ছেলে শহিদুল্লাহ খোকন (৩৮), মৃত কুদ্দুস সরদারের ছেলে আমাজাদ সরদার(৪০) ও আকবর আলীর মো. ছায়ফুল্লাহ(৪০)।
তাদের কাছ থেকে ১টি এক নলা বন্দুক, ১টি এয়ার গান, ১১ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ৪টি হাসুয়া, ৬টি মোবাইল, ১০টি সীমকার্ড, ৩টি মেমোরি কার্ড ও নগদ ৫৯২ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, খুলনা জেলার কয়রা থানাধীন এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তারা ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের ডাকাতির প্রস্তুতি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।