শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবিতা (৪০) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২৫ জনের মৃত্যু হলো।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সবিতার মৃত্যু হয়।
সবিতা যশোর জেলার কেশবপুর উপজেলার হারাধনের স্ত্রী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আর পি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত সবিতাকে গত রোববার এই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
নিউজটি শেয়ার করুন :